কলকাতা: বিচার পেতে আলোর পথে নামে কর্মসূচি পালিত হচ্ছে আরজি কর হাসপাতালে। বুধবার প্রথমে আহ্বান ছিল, সবাই যেন ঘরের আলো নিভিয়ে মোমের আলোয় প্রতিবাদ জানান। পরে তা বদলে মোমের আলোয় আলোর পথ তৈরি করার ডাক আসে বিভিন্ন মহল থেকে। আরজি করের মেন গে বন্ধ করে দেওয়া হল সিআইএসএফের তরফে। হাসপাতালের সামনে বাড়ছে ভিড়। দুমিনিট নীরবতা পালন করলেন সকলে।
আরজি কর হাসপাতালে ধর্নামঞ্চের সামনে আলো নেভানো হয়েছে জুনিয়র চিকিৎসকেরা। ঠিক রাত ৯টায় কর্মসূচি শুরু করলেন তাঁরা। আলো নিভিয়ে জ্বালানো হয়েছে মোমবাতি এবং প্রদীপ।
আরজি করের জরুরি বিভাগের সামনে মোমবাতি জ্বালানো হয়েছে। রয়েছে পুলিশ প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ।