কলকাতা: টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছেন। এরই মাঝে ডিভিসি জল ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়ে পড়েছে। এরই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে।
আলিপুর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলা হল দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যার সংলগ্ন জেলা গুলিতে।
আরও পড়ুন: ধর্না উঠছে, আংশিক কর্মবিরতি চলবে! দেখুন ভিডিও
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও ভিজবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দেখুন আরও অন্যান্য খবর: