কলকাতা: পুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। রবিবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে রাজ্যজুড়ে। সোমবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।
সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা জেলায়।
আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার পুলিশকর্মী
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও সিকিমে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে আগামী দিনগুলিতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাতে।
দেখুন আরও অন্যান্য খবর: