কলকাতা: সকাল থেকেই বর্ষার বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার এবং শনিবার এই দু’দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার স্ক্যাটারড রেইনের সম্ভাবনা।
আরও পড়ুন: ঢোলাহাট থানায় আবুকে শক দেওয়া হয়েছিল, আদালতে দাবি আইনজীবীর
এদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। নীচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দেখুন আরও অন্যান্য খবর: