কলকাতা: পুজোর আগে বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিরও সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর জানিয়েছে, শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ থাকবে। বেশ কয়েকটি জেলায় সকাল থেকে হালকা বৃষ্টি (Rain) থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার জেরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: অয়েল প্ল্যান্টের গেট আটকে বিক্ষোভ INTTUC-র
এদিন সকাল থেকে কলকাতায় আকাশও মেঘলা থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার দিনভর কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে ভারী বৃষ্টি হতে পারে মহানগরীতে। শনি ও রবিবারও বৃষ্টির দাপট বাড়বে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে।
দেখুন আরও অন্যান্য খবর: