কলকাতা: শুক্রবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বঋষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের কথা বলা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়ার কিছু এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা-সহ বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গেও প্রায় সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের। এদিন কলকাতা সহ বাকি সব জেলাতেও ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গ আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর।
আরও পড়ুন: সিজিও-তে আন্দোলনকারীরা উত্তর পেলেন না, কর্মবিরতি চলবে
দেখুন আরও অন্যান্য খবর: