কলকাতা: ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ আবার কখনও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। এদিন শহরের তাপমাত্রা আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ থেকে ৯৬ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। ফের শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: হিন্ডন এয়ারবেস ছাড়ল বিমান, কোথায় যাচ্ছেন হাসিনা?
আজ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শনি ও রবিবার ফের বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুরেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।