কলকাতা: বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই ভ্যাপসা গরম। ঘামের সঙ্গে বহাল অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু’ এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯১ শতাংশ।
এদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে তিন জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী এক ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে শহরে। কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন: আদালতের দ্বারস্থ আরজি করে নিহত চিকিৎসকের পরিবার
মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় সক্রিয়। এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলাতেও বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়।