কলকাতা: মঙ্গলবার থেকেই আবহাওয়া (Weather Updates) বদলের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এদিন সেই আবহাওয়া দেখা গেল কলকাতা সহ রাজ্যের বেশকিছু জেলায়। এদিন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলার আকাশ মেঘলা (Cloudy Weather) থাকবে। বুধবার থেকে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা থাকছে উপকূলে। আজ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে, বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে রাজ্যের উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই পশ্চিমবঙ্গে বৃষ্টি (Heavy Rain) শুরু হবে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি ভাসাতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। এমনটাই পূর্বাভস হাওয়া অফিসের। এদিকে বৃহস্পতিবার অর্থাৎ ১৬ নভেম্বর ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup 2023) খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তেও যেতে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। চিন্তার ভাঁজ ক্রিকেট প্রেমীদের কপালে।
আরও পড়ুন: সাহারা গ্রুপের স্রষ্টা সুব্রত রায় প্রয়াত
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত (Cyclone) শক্তি বাড়িয়ে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ (Depression) তৈরি হয়েছে। আপাতত সেখানেই অবস্থান করছে নিম্নচাপ।। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গতি পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে।