কলকাতা: বুধবার যে কোনও জায়গায় যে কোনও সময় প্রশাসনের সঙ্গে নিজেদের দাবি নিয়ে আলোচনায় প্রস্তুত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ওই মর্মে এদিন নবান্নে বার্তা পাঠিয়েছেন তাঁরা। তবে মঙ্গলবার ১০ প্রতিনিধিকে নিয়ে যে আলোচনার কথা বলা হয়েছিল, সেটা বাড়িয়ে কমপক্ষে ৩৫ জন করতে বলা হয়েছে। কিন্তু অবস্থান থেকে আপাতত সরছেন না আন্দোলনকারীরা। তাঁদের দাবিগুলিকে নিয়ে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের কী অবস্থান, সেটা জানতে চান জুনিয়র চিকিৎসকরা।
ঘড়ির কাঁটা দুপুর ১২টা পেরিয়েছে। তবে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা জুনিয়র ডাক্তারেরা অনড় নিজেদের দাবিতে। তাঁদের স্পষ্ট কথা, দাবি না মিটলে অবস্থান চলবে।
উল্লেখ্য, লালবাজারের সামনে দিন কয়েক আগে ২২ ঘণ্টা অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেছিলেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের মিছিল ৫০০ মিটার আগেই আটকে দেয়। সারা রাত রাস্তায় বসেছিলেন তাঁরা। তার পর তাঁদের দাবি মেনে ব্যারিকেড সরিয়েছিল পুলিশ। সে দিনের সেই অবস্থানের ছবি ফিরল স্বাস্থ্য ভবনের সামনে।
আরও পড়ুন: আলোচনার পথ খোলা, ই-মেল অপমানজনক, দাবি চিকিৎসকদের