কলকাতা: মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান (Holy bath in Ganga) উপলক্ষে চক্ররেল (Kolkata Circular Rail) চলাচলে বেশ কিছু নিয়ন্ত্রণ আনছে পূর্ব রেল (Eastern Railway)। মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন সকালে পু্ণ্যস্নান করতে বহু পুণ্যার্থী ভিড় জমান গঙ্গার ঘাটে। তাঁদের কথা মাথায় রেখেই সেদিন চক্ররেলের সূচিতে কিছু বদল আনার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৪ তারিখ সকাল থেকেই বেশ কিছু চক্ররেল নিয়ন্ত্রণ করবে রেল কর্তৃপক্ষ। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন টালা স্টেশন থেকে চলবে চার জোড়া লোকাল ট্রেন। সেই ট্রেন আবার ঘুরিয়ে টালা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। অর্থাৎ দমদম যাবে না ওই ট্রেনগুলি। দুজোড়া ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে শিয়ালদহ উত্তর শাখা পর্যন্ত। দুজোড়া ট্রেন বালিগঞ্ঝ হয়ে মাঝেরহাট পর্যন্ত যাবে। ভায়া কাঁকুরগাছি হয়েই যাবে ওই চক্ররেলগুলি। একইরকম ভাবে মাঝেরহাট থেকে দুজোড়া ট্রেন ভায়া বালিগঞ্জ হয়ে দমদম যাবে। একজোড়া ট্রেন চালানো হবে বালিগঞ্জ থেকে বালিগঞ্জে। ১৪ তারিখ একজোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
REGULATION OF CIRCULAR RAILWAY TRAIN SERVICES FOR FACILITATING HOLY BATH ON ‘MAKAR SANKRANTI’ IN THE RIVER GANGES pic.twitter.com/6AHPQtOKcS
— Eastern Railway (@EasternRailway) January 10, 2022
১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। গঙ্গার ঘাট ছাড়াও ওই দিন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় গঙ্গাসাগর মেলা ঘিরে। রাজ্যের তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা আসেন সাগরতীরে। এবার কোভিডকালে এই মেলা বন্ধ রাখা নিয়ে বেশ কিছু জলঘোলা হয়। তবে শেষ পর্যন্ত রাজ্যের উপরেই ভরসা রেখেছে আদালত। কোভিডবিধি মেনে মেলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মকর সংক্রান্তির দিন সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটেও ভিড় জমান পুণ্যার্থীরা। সেদিন যাতে আরও বেশি মানুষ গঙ্গাস্নানে আসতে পারেন তার জন্যই চক্ররেলে বেশ কিছু নিয়ন্ত্রণ আনছে পূর্ব রেল।