কলকাতা: নবান্নে এসে পৌঁছল ৩০ জন জুনিয়র ডাক্তার। আন্দোলনকারীদের শর্ত মেনে ৩০ জনকে নবান্নের সভাঘরে প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে লাইভ স্ট্রিমিং হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে লাইভ সম্প্রচারের ব্যাপারে চিকিৎসকরা কেন সম্প্রচার করতে চাইছেন সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা হবে। তারপরই সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রে খবর।
সূত্রের খবর, লাইভ টেলিকাস্টে রাজি নয় নবান্ন। আন্দোলনকারীরা দাবি করেছিলেন, লাইভ টেলিকাস্ট করতে হবে। আন্দোলনকারীরা দাবি করলেন, সরাসরি সম্প্রচার না হলে প্রবেশ করবেন না সভাঘরে।
দেখুন আরও অন্যান্য খবর: