কলকাতা: আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের হয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
পরিবারের দাবি, প্রথমে ফোন আসে। তারপরে জানানো হয় আত্মহত্যা করেছে। তিন ঘণ্টা ধরে হাসপাতালে দেহ রাখা হয়েছিল কিন্তু পরিবারের কাউকে সেই দেহ দেখতে দেওয়া হয়নি। আদালতের নজরদারিতে তদন্ত হোক, আবেদন পরিবারের। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা পরিবারের। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ পরিবারের।
আরও পড়ুন: সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে ১০০-এর নীচে বিশ্বভারতী
এর প্রক্ষিতে আদলতকে রাজ্য সরকার জানায়, হাইকোর্ট চাইলে আমরা অল্প সময়ের মধ্যেই তদন্ত সংক্রান্ত রিপোর্ট সিল করা খামে আদালতে জমা করতে পারি। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্দেশ দেন, পরিবারের করা মামলার কপি ২ ঘণ্টার মধ্যে সব পক্ষকে দিতে হবে।