কলকাতা: ফের রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতালে রোগীকে ফেলে রাখা হয়েছিল। চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার-পরিজনেরা চড়াও হন চিকিৎসকদের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীরা। তবে এই ঘটনায় এক পুলিশকর্মী এবং দুজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। আর এই ঘটনায় নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে ফের কর্মবিরতির ডাক দিলেন সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার এই ঘটনা সামনে আসতেই সাগর দত্ত হাসপাতালে গিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আটজন প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জনা সাউ নামে এক মহিলাকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গতকাল সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে আনার পরেও রোগীর কোনও চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়েছিল। শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেন। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় রঞ্জনার।
আরও পড়ুন: অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ ফিরহাদের OSD-র
এরপরই রোগীর পরিবারের লোকজন চড়াও হয় চিকিৎসকদের উপর। শুরু হয় ধাক্কাধাক্কি। এই ঘটনায় আক্রান্ত হন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, রোগী মৃত্যুর পরেই তাঁর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। চিকিৎসকদের ধাক্কাধাক্কি করা হয়। তাঁরা চিকিৎসকদের বাঁচাতে গেলে তাঁরা আহত হন।
দেখুন আরও অন্যান্য খবর: