কলকাতা: মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ সিবিআই দফতরে ঢুকেছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তারপর থেকেই প্রায় ১১ ঘণ্টার টানা জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টা ৫০মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন সন্দীপ। আরজি কর-কাণ্ডে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এই নিয়ে পঞ্চম দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল। তবে কেন এই জিজ্ঞাসাবাদ, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: ওবিসি মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইল রাজ্য
সোমবার সকালেও সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন সন্দীপ। বেরিয়েছিলেন প্রায় রাত সাড়ে ১১টা নাগাদ। তার শুক্র ও শনি পর পর দু’দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার প্রায় সাড়ে ১৩ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে ছিলেন সন্দীপ। রবিবার সকাল ১১টায় সিজিওতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি ২০ মিনিট আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। এদিন রাত সাড়ে ১১টা পর্যন্তও সিবিআই দফতর থেকে বেরোননি সন্দীপ। প্রায় ১৪ ঘণ্টা জেরার পর রাত ১২টার কিছু পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ।
আরও খবর দেখুন