কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)-কে জিজ্ঞাসাবাদ করে উঠে এল একাধিক তথ্য। সূত্রের খবর, সিবিআইয়ের (CBI) কাছে সন্দীপের দাবি, আত্মহত্য়া তো দূরের কথা, নির্যাতিতার মৃত্যুর খবর বাড়িতে জানানোর কোনও নির্দেশ তিনি দেননি।
সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সন্দীপ জানান, গত ৯ অগাস্ট বেলা ১১টা নাগাদ আরজি করে পৌঁছন তিনি। তার আগে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৫০ মিনিট নাগাদ সুমিতরায় তপাদার তাঁকে ফোন করে। তবে সেই সময় সন্দীপ স্নানে ছিলেন বলে ফোন ধরতে পারেননি। পরে ১০টা নাগাদ তিনি পরে কল ব্যাক করেন। গোটা বিষয়টি তপাদারের কাছে থেকে শুনে স্তম্ভিত হয়ে যান তিনি। এরপরই প্রথমে টালা থানার ওসিকে ফোন করেন। তারপর এমএসভিপি ও অ্যাডিশনাল এমএসভিপিকে ফোন করেন সন্দীপ। তবে ওই সময় টালা থানার ওসি ছাড়া আর কেউ ফোন ধরেননি বলে সিবিআইকে জানান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
আরও পড়ুন: তৃণমূল বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি-গুলি, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
সূত্রের খবর, সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ টালা থানার ওসিকে সন্দীপ ফোন করে বলেন, ঘটনাস্থল যেন ঘিরে রাখা হয়। এরপর চেষ্ট মেডিসিন বিভাগের প্রধানকে ফোন করেন তিনি।
দেখুন আরও অন্যান্য খবর: