কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্তরের মানুষ আন্দোলনে নেমেছেন। এমনকী কলেজ থেকে স্কুল পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হয়েছেন। শুধুমাত্র শহরে নয়, এর গণ্ডি ছাড়িয়েছে জেলাস্তরেও। এমন সময়েই রাস্তায় নেমে আন্দোলনে পড়ুয়াদের অংশগ্রহণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিল নবান্নের সর্বোচ্চ মহল।
স্কুল চলাকালীন সময়ে কোনও পড়ুয়ায কোনওরকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছে স্কুল শিক্ষা দফতরের কমিশনার। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, চাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলার ডিপিএসসি, প্রাইমারি ও সেকেন্ডারি ডিআইদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গ কেমন থাকবে!
একইসঙ্গে স্কুলে পড়ুয়াদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন রুখতে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। স্কুলে আসা পড়ুয়াকে যে কোনও পরিস্থিতিতেই শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করতে পারবেন না কোনও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী বা অন্য কেউ। শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: