কলকাতা: রাতের অন্ধকারে খাস কলকাতার নিউ টাউনে গুলি করে খুনের ঘটনা (New Town Shoot Out) ৷ মৃত এক ব্যবসায়ী ৷ শনিবারের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ৷ স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করানো হয়, পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ (Bidhannagar Intelligence Branch Police) ঘটনাস্থলে পৌঁছোয়।
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা। তাঁর ইটের ব্যবসা। নাসিমুদ্দিন রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে বাইকে করে এসে নাসিমুদ্দিনের উপর গুলি চালায় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক ব্যবসায়ী। গুলির শব্দ শুনে স্থানীয়েরাই ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়দের দাবি, গুলি চালানোর পরেই সেখান থেকে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী।
আরও পড়ুন: রাজনৈতিক স্লোগানে বাতিল উচ্চমাধ্যমিক পরীক্ষা! জারি নয়া নির্দেশিকা
নাসিরউদ্দিনের পরিবারের তরফে ইকো পার্ক থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ৷ সূত্রের খবর, একাধিক ব্যবসায় পরাগ ইট ভাটার মালিকের সঙ্গে পার্টনারশিপে কাজ করতেন নাসিরুদ্দিন খান ৷ একাধিক জায়গা তাঁর ইট ভাটার ব্যবসাও রয়েছে ৷ সেই সঙ্গে, বেশ কিছু ইট ভাটায় কয়লা সাপ্লাই করতেন তিনি ৷ পরিবারের অভিযোগ, নাসিরুদ্দিন খানের সঙ্গে পরাগের বেশ কয়েক মাস ধরে ইট ভাটার ৫০ লক্ষ টাকার হিসাব নিয়ে গন্ডগোল চলছিল ৷ সেই সূত্র ধরেই কি খুনের ঘটনা ঘটল? তদন্ত শুরু করেছে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ।
দেখুন বিস্তারিত খবর