skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollদলের হাল ধরতে অভিষেককেই দরকার, পোস্ট ঘিরে জল্পনা
Abhishek Banerjee

দলের হাল ধরতে অভিষেককেই দরকার, পোস্ট ঘিরে জল্পনা

Follow Us :

কলকাতা: আরজি কর আবহে দলের হাল ধরতে অভিষেককেই দরকার। আর এরকমই পোস্ট ছেয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। আর সেই পোস্ট করেছেন তৃণমূলের অনেক উচ্চপদস্থ নেতা-কর্মীদের। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট- সরকারের হাল ধরুন অভিষেক। সরকারের নেতৃত্বে আসুন তিনি। আরজি কর-কাণ্ডের আবহে এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকারের ইস্তফা দেওয়ার ঘোষণার পর এরকমই পোস্টে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে তৃণমূলের কর্মী সমর্থক ছাড়া পোস্ট করেছেন বিভিন্ন পদাধিকারীরাও।

কোথাও সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, জহরের বার্তা নিতে হবে সতর্কতা। অভিষেকদাকে দরকার গড়তে বলিষ্ঠ সরকার। আবার কোথাও সরকারের হাল ধরার জন্য আহ্বান জানানো হয়েছে অভিষেককে। তৃণমূলের কর্মীরা লিখেছেন, নয় দেরি আর হবে তরী পার। ধরো হাতে হাল অবস্থা বেহাল। সময়ের ডাক বোঝাল জহর এখনই অভিষেকদা সাজাক নৌবহর। এমনই এই পোস্টে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল বলেন, বর্তমানে যা পরিস্থিতি, চারিদকে বিপ্লব-বিক্ষোভ। নাগরিক ক্লান্তিতে আমরা অভিষেকদাকেই চাই। তিনি এগিয়ে এসে হাল ধরলে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। যদিও এই পোস্টকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি

RELATED ARTICLES

Most Popular