কলকাতা: পার্কস্ট্রিটে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টকে গাড়ির ধাক্কা মেরে চম্পট দিল এক নাবালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নীল বাতি লাগানো ওই গাড়িটিতে বিচারক লেখা ছিল। আহত ওই সার্জেন্টকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ বেপরোয়া পার্ক স্ট্রিটের দিকে আসছিল ওই গাড়িটি। সেই সময় ইস্ট ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট আটকানোর চেষ্টা করে গাড়িটিকে। সার্জন্টকে দেখে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে ওই গাড়িটি। সেই সময় রীতিমতো ধাক্কা লাগে সার্জেন্টের। ছিটকে পড়ে কলকাতা পুলিশে ওই সার্জেন্ট। সঙ্গে সঙ্গে সেখান থেকে চমপুর যায় গাড়িটি। দেরি না করে তৎক্ষণাৎ এয়ার কলে রেড সিগন্যাল করে মল্লিক বাজার মোড়ে গাড়িটিকে পাকড়াও করে পুলিশ।। সূত্রের খবর গাড়িটি নিম্ন আদালতের প্রাক্তন বিচারকের। তাঁর নাতি ওই গাড়ি চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গাড়িতে থাকা ওই নাবালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে ওই কিশোর এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং কেনই বা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে, সবটাই জানার চেষ্টা করছে তদন্তকারীরা।