কলকাতাঃ ডিভিসির পরিচালন পর্ষদ থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের সিদ্ধান্ত তুলে নেওয়ার আবেদন জানাল ইউটিইউসি। আরএসপির শ্রমিক সংগঠন ইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষ এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এমনিতেই কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তুলে দিচ্ছে। কলকাতা থেকে অনেক সংস্থার সদর দফতর অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এই অবস্থায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কেন্দ্র আরও সুযোগ পেয়ে যাবে। তাছাড়া এর ফলে ডিভিসির সঙ্গে জড়িত শ্রমিক, কর্মচারীরা এবং সামগ্রিকভাবে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। চিঠিতে অশোক ঘোষ মুখ্যমন্ত্রীকে ডিভিসির প্রতিষ্ঠার পিছনে মেঘনাদ সাহা, নেতাজি সুভাষ চন্দ্র বসু, সুধীর সেনদের ভুমিকাও স্মরণ করিয়ে দিয়েছেন।
এদিকে ইউটিইউসি প্রভাবিত ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে রাজ্য সরকারের সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলে অনুযোগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ডিভিসির অংশীদার পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্র। গঠনতন্ত্র অনুযায়ী ডিভিসির মূলধনে পশ্চিমবঙ্গ সরকারের অংশ বেশি থাকা সত্ত্বেও পরিচালন পর্ষদ থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে ডিভিসি দুর্বল হবে। ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশন জাতীয় এবং ডিভিসির শ্রমিক কর্মচারীদের স্বার্থে রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছে।