কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেফ ড্রাইভ সেভ লাইফ (Safe Drive Save Life) কর্মসূচির আওতায় এবার ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলোর প্রশিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় এবার ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলির প্রশিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তিন দফায় রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৫০০-রও বেশি মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। গত মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা গুলোর মোটর ট্রেনিং প্রশিক্ষকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। মোট ৩৭৫ জন প্রশিক্ষক ওই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পর তৃণমূল বিধায়কের রাইসমিলে তল্লাশি অব্য়াহত আয়করের
দ্বিতীয় পর্যায়ে আগামী ২৪ নভেম্বর দুর্গাপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী ১ ডিসেম্বর শিলিগুড়িতে একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে বলে সূত্র খবর।
পরিবহণের ক্ষেত্রে নতুন বিধি নিয়ম এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে মোটর প্রশিক্ষকদের প্রশিক্ষিত করে তুলতেই এই কর্মসূচির আয়োজন বলে রাজ্যের এক পরিবহণ আধিকারিক জানান।