কলকাতা: কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় পড়ুয়ার ঝুলন্ত দেহ। পুলিস জানিয়েছে, মৃতের নাম সোহম বসু। বয়স ২১। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ক্রিকেট খেলা নিয়ে মায়ের সঙ্গে বচসার জেরেই আত্মঘাতী করেছে সোহম।
মৃত যুবক গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। তিনি দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন। কিন্তু পড়াশোনার চেয়েও খেলাধূলাতে তাঁর মনযোগ ছিল বেশি। তাই মা বকাবকি করতেন হামেশাই। পুলিস সূত্রে খবর, ক্রিকেট খেলা নিয়ে গতকালও তাঁর মায়ের সঙ্গে বচসা বাঁধে। মা খুব বকাবকি করেছিলেন তাঁকে।
তারপরই সন্ধের দিকে বাড়িতে তাঁকে ছেড়ে দিয়ে বাইরে গিয়েছিলেন বাবা-মা। বাড়ি ফেরার পর সোহমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। তড়িঘড়ি করে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Train Cancelled: অগ্নিপথ বিক্ষোভের জেরে রবিবারও একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, দেখুন তালিকা