নয়াদিল্লি: কয়লা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। ইডির তলবকে চ্যালেঞ্জ করে অভিষেকদের করা আরজি খারিজ করে দিল শীর্ষ আদালত।
কয়লা দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি। তদন্তকারীদের দাবি ছিল, কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদ করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই তলবে সাড়া না দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অভিষেক দাবি করেন, বার বার তদন্তের নামে দিল্লিতে ডেকে তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্তা করছে ইডি।
আরও পড়ুন: আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
অভিষেকের বক্তব্য ছিল, যেহেতু তাঁরা কলকাতার বাসিন্দা, তাই দিল্লিতে হাজির হওয়ার জন্য সমনজারি সঠিক নয় বলে আবেদন করেন। গত ১৩ আগস্ট মামলার শুনানি শেষ হয়। এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে সেই আবেদন খারিজ করেন।
দেখুন আরও অন্যান্য খবর: