কলকাতা: সাক্ষীদের উপর প্রভাব খাটালে বা হুমকি দিলে জামিন বাতিল হবে। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী। তাই তাঁর জামিন মঞ্জুর হলে তদন্তে ক্ষতি হতে পারে। বারবার এই যুক্তিতে জামিনের বিরোধিতা করেছে ইডি-সিবিআই। বিরোধিতা সত্ত্বেও শুক্রবার ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ‘প্রভাবশালী তত্ত্বে’র অভিযোগে শীর্ষ আদালত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া বার্তা দিয়েছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও ভাবে সাক্ষীদের প্রভাবিত করা, সাক্ষীর উপর প্রভাব খাটাতে পারবেন না পার্থ। সাক্ষীদের হুমকি দিতে পারবেন না। এই অভিযোগ ওঠলে তবে তাঁর জামিন বাতিল হবে। শুধু তা-ই নয়, নিম্ন আদালতের প্রতিটি শুনানিতে হাজির থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। অপ্রয়োজনীয় কারণে শুনানি পিছলে আদালতে তা গ্রহণযোগ্য হবে না। তিনি অহেতুক শুনানি দীর্ঘায়িত করছেন, তবে পার্থের জামিন বাতিল হবে। প্রতি শুনানিতে সশরীরে নিম্ন আদালতে হাজির থাকতে হবে তাঁকে।
আরও পড়ুন: গল্ফগ্রিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, খুনির খোঁজে গোয়েন্দারা
উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার, ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেদিনের শুনানির পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। সেই মামলার শুনানিতে শুক্রবার জামিন পান তিনি।
অন্য খবর দেখুন