কলকাতা: রাতের স্পেশাল মেট্রো পরিষেবার জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা ছিল আজ, মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকেই। কিন্তু কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) তরফে জানিয়ে দেওয়া হল, মঙ্গলবার থেকে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে না। কবে থেকে নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
রাত ১০.৪০-এ কবি সুভাষ (Kabi Subhash) থেকে দমদম (Dum Dum) এবং দমদম থেকে কবি সুভাষ যাওয়ার এক জোড়া ট্রেন চালাচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দিনের সাধারণ সময়ে যা ভাড়া, এই সময়ে তার থেকে ১০ টাকা বেশি নেওয়া হবে। যাত্রীরা যতটুকু দূরত্বই যান না কেন (দমদম থেকে কবি সুভাষের মধ্য), নিয়মিত ভাড়ার থেকে ১০ টাকা বেশি ভাড়া নেওয়া হবে।
আরও পড়ুন: পরিবহণ দফতরের পক্ষ থেকে চালু হতে চলেছে ‘যাত্রীসাথী’ অ্যাপ
এই বর্ধিত ভাড়া নেওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাল, এই সিদ্ধান্ত মুলতুবি রাখা হয়েছে প্রযুক্তিগত কারণে। কবে থেকে বর্ধিত ভাড়া নেওয়া হবে তা ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে।
দেখুন অন্য খবর: