কলকাতা: বৃহস্পতিবার রাজভবনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখা করতে দিচ্ছে না পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। শুক্রবার দুপুর ২টোয় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবেদনকারীর দাবি, রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ অতিসক্রিয় হয়ে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিরোধী নেতা কর্মীদের আটকেছে।
প্রসঙ্গত, গতকাল প্রায় ৪০০ সমর্থক নিয়ে রাজভবনের গেটে যান শুভেন্দু। তিনি জানান, বাসে করে এই অত্যাচারিতদের নিয়ে আসা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের পর শাসকদলের দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের উপর হামলা করছে। তার প্রতিকারের দাবি নিয়ে তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে আসেন। তার জন্য রাজ্যপালের লিখিত অনুমতিও ছিল। পুলিশ বলে, ২০০ জনকে অনুমতি দেওয়া যেতে পারে। শুভেন্দু পুলিশকে বলেন, সকলকে ছাড়তে হবে। পুলিশ তাতে রাজি হয় না। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা শুভেন্দু নিজের গাড়িতেই বসে থাকেন।
আরও পড়ুন: ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যেতে পুলিশের বাধা শুভেন্দুকে
পরে বিরোধী নেতা সাংবাদিকদের বলেন, আমি দলবল নিয়ে রাজভবনের ব্যারিকেড ভাঙতে পারতাম। কিন্তু আমি মমতার মতো ধ্বংসের রাজনীতি করি না। আমি তাঁর মতো নিম্নমেধার রাজনীতিকও নই। তিনি জানান, গোটা রাজভবন চত্বর পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। জরুরি অবস্থার সময়ও এ জিনিস হয়নি, আজ যা হল।
দেখুন আরও অন্যান্য খবর: