কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই। শুক্রবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। সেইমতো এদিন সকালে সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি। এর আগে ২০২৩ সালের ২ মে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তাপস।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাপসের নাম উঠে আসে। রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে তাপসেরও বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের জেরেই ২০২৩ সালের এপ্রিল মাসে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই।
আরও পড়ুন: জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল