কলকাতা: বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। মূলত স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড একটি অংশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে অগ্রিম টাকা দিল কেন্দ্র। সেই খাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য ৪৬৮ কোটি টাকা দিল। পাশাপাশি পশ্চিমবঙ্গের দ্রুত বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য ইন্টার মিনিস্টিরিয়াল সেন্ট্রাল টীম পাঠানো হবে। মূলত বন্যার জন্য কত ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে পর্যালোচনার জন্য।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৪টি বন্যাবিধ্বস্ত রাজ্যকে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল (এনডিআরএফ) থেকে অগ্রিম হিসাবে এই টাকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রকে ১,৪৯২ কোটি টাকা, অন্ধ্রপ্রদেশকে ১০৩৬ কোটি টাকা, অসমকে ৭১৬ কোটি টাকা, বিহারকে ৬৫৫.৬০ কোটি টাকা, গুজরাতকে ৬০০ কোটি টাকা, হিমাচল প্রদেশকে ১৮৯.২০ কোটি টাকা, কেরলকে ১৪৫.৬০ কোটি টাকা, মণিপুরকে ৬০ কোটি, মিজোরামকে ২১.৬০ কোটি টাকা, নাগাল্যান্ডকে ১৯.২০ কোটি টাকা, সিকিমকে ২৩.৬০ কোটি টাকা, তেলঙ্গানাকে ৪১৬.৮০ কোটি টাকা, ত্রিপুরাকে ২৫ কোটি টাকা, পশ্চিমবঙ্গকে ৪৬৮ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি বছর বর্ষায় ভারী বৃষ্টি, বন্যা, ধসের কারণে ক্ষতির মুখে পড়েছে এই রাজ্যগুলি। সে কারণেই অনুদান ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মণিপুরে ক্ষয়ক্ষতি পরখ করে দেখার জন্য দল (ইন্টার মিনিস্টেরিয়াল সেন্ট্রাল টিম) পাঠিয়েছে কেন্দ্র। শীঘ্রই বিহার এবং পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখার জন্যও দল পাঠানো হবে।