কলকাতা: শেষ মুহূর্তে দিল্লি যাত্রা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার রাজ্যের বাজেট রয়েছে। তাই আমি দিল্লি যাচ্ছি না। হাতে মাত্র দুদিন সময়। অনেক কাজ আছে। এক দেশ, এক ভোট সংক্রান্ত কমিটির প্রধান রামনাথ কোবিন্দকে সে কথা জানিয়ে দিয়েছি। বলেছি, আমার বদলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামিকালের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন। রামনাথ বলেছেন, ঠিক আছে।
রাজ্য বাজেট যে ৮ ফেব্রুয়ারি হবে, তা আচমকা ঠিক হয়নি। বেশ কিছুদিন আগেই তা ঠিক হয়েছে। তারপরও মুখ্যমন্ত্রী রেড রোডের ধরনা মঞ্চ থেকে ঘোষণা করেন, তিনি এক দেশ. এক ভোট সংক্রান্ত কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলে দিল্লি যাবেন। মঙ্গলবার বৈঠক সেরে বিকেলের বিমানে কলকাতায় ফিরে আসবেন। আচমকা কেন মুখ্যমন্ত্রী তাঁর দিল্লি সফর বাতিল করলেন, তা স্পষ্ট নয়। এ ব্যাপারে তিনি কোনও প্রশ্নেরও জবাব দেননি। সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, আমি কোনও প্রশ্ন নিতে আজ আসিনি। যেটুকু বলার ছিল, বললাম।
আরও পড়ুন: নকলে বাধা, ক্লাসরুমে ভাঙচুর চালাল মাধ্যমিক পরীক্ষার্থীরা