কলকাতা: সোমবার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করতে চলেছেন রাজ্য়ের মুখ্যসচিব ভগবতীপ্রশাদ গোপালিকা। নবান্ন সূত্রে খবর, আজ বিকেল সাড়ে ৪টে থেকে সব জেলাশাসকদের ওই বৈঠক উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি নিয়ে কর্মবিরতি চলছে। সে বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি বন্যা পরিস্থিতির পর্যালোচনা ও পুজো নিয়েও বৈঠক আলোচনা করতে পারেন রাজ্যের মুখ্যসচিব। এদিন ভার্চুয়ালের মাধ্যমে সব জেলাশাসকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: আরজি করের নিহত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী
দেখুন আরও অন্যান্য খবর: