কলকাতা: জেলায় কোনও ঘটনা ঘটলে তা নবান্নে জানাতে হবে বলে জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। সোমবার রাজ্য সব জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন রাজ্য়ের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকেই এমনই নির্দেশ দেন মুখ্যসচিব।
পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতি কী রয়েছে, তা নিয়েও জেলাশাসকদের থেকে খোঁজখবর নেন তিনি। পুজোর বিষয়ে তিনি স্পষ্ট বলেন, এবার সব পুজোর অনুমতি অনলাইনে করতে হবে। উল্লেখ্য, বেশ কয়েকটি জেলায় অনলাইন অনুমতির পদ্ধতি আগে থেকেই চালু হয়েছিল। সূত্রের খবর, যে সব জেলায় এই পদ্ধতি শুরু হয়নি, সেখানে দ্রুত এই পরিষেবা শুরু করারা নির্দেশ দেন মুখ্যসচিব। একইসঙ্গে মালদহের ভাভন পরিস্থিতির কী অবস্থা, তা নিয়েও খোঁজখবর নেন তিনি।
আরও পড়ুন: সকালে ইস্তফা, বিকেলে ন্যাশানাল মেডিক্যালের অধ্যক্ষ পদে সন্দীপ