তৃণমূলের নির্বাচিত সদস্যের জয় বাতিল আদালতের

কলকাতা: এই প্রথম পঞ্চায়েত ভোটে কোনও জয় বাতিল করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গণতান্ত্রিক ব্যবস্থার যাবতীয় শর্ত এক্ষেত্রে হেলায় উড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিমত দিয়ে ঝালদা-১ পঞ্চায়েত সমিতির একটি আসনের ফল বদলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মারু মইশীনা অঞ্চলের কংগ্রেসে প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতোর দাবি ছিল, ৬ ভোটে তাকে জয়ী ঘোষণা করা হয়। তাঁকে জয়ের … Continue reading তৃণমূলের নির্বাচিত সদস্যের জয় বাতিল আদালতের