কলকাতা: আরজি করের দোষীদের শাস্তি ও বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে রাজ্যজুড়ে। বিভিন্ন মহলের মানুষেরা প্রতিবাদে নেমেছেন রাস্তায়। এবার এগিয়ে এল দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া। আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মোমবাতি মিছিলে সামিল হলেন ওই সংস্থার সদস্যরা।
মঙ্গলবার সকাল থেকে থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। একাধিক জায়গায় জমেছে জল। তবে এই বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে উঠলেন দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়ার সদস্যরা। গতকাল সন্ধ্যায় প্ল্যাকার্ড ও মোমবাতি হাতে মিছিল করেন তাঁরা। তাঁদের একটাই দাবি, জাস্টিস ফর অভয়া। প্রশাসানের কাছে তাঁদের অনুরোধ, এই নৃশংস কাজ যে করেছে, দ্রুত বিচার করে যেন তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তাঁদের আরও দাবি, মহিলা সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: আনন্দপুরে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার
দেখুন আরও অন্যান্য খবর: