বীরভূম: আরজি করের পর বীরভূম। সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সের শ্লীলতাহানি অভিযোগ অসুস্থ যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নার্স। অভিযুক্ত গ্রেফতার না হলে, সোমবার থেকে থেকে কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শারীরিক অসুস্থতা নিয়ে এক যুবক চিকিৎসা করতে আসেন। সঙ্গে তাঁর পরিবারও ছিল। অভিযোগ, জরুরি বিভাগে স্ট্রেচারে চিকিৎসার সময় ওই যুবক মহিলা নার্সকে শ্লীলতাহানি করে।
এই ঘটনায় ইলামবাজারে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানির অভিযোগে জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত সিএমওএইচ, ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক, ইলামবাজার থানার ওসি সহ স্বাস্থ্যকর্মীরা। মূলত নিরাপত্তা বিষয় নিয়েই আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: রাজনৈতিক স্লোগানে বাতিল উচ্চমাধ্যমিক পরীক্ষা! জারি নয়া নির্দেশিকা
কর্তব্যরত নার্সের আরও অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসার সময় অসভ্য আচরণ করে ওই যুবক। মুহূর্তের মধ্যে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইলামবাজার ব্লক প্রথম স্বাস্থ্য কেন্দ্রে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: