কলকাতা: ডব্লিউবিসিএস মেন পরীক্ষার কথার জন্য আগামী রবিবার অর্থাৎ ১৮ অগাস্ট অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানাল রেল। অন্যান্য রবিবার কবি সুভাষ থেকে দমদম এবং দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলে। কিন্তু এই রবিবার আরও আটটি অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
দমদম থেকে ওই দিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ওই একই সময়ে ছাড়বে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এ ছাড়াও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সওয়া ৭টায়। তবে দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে।
আরও পড়ুন: আরজি করে হামলার মামলায় রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধে ১৮ অগাস্ট ডব্লিউবিসিএস মেন পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। দমদম এবং কবি সুভাষ দুদিক থেকেই রবিবার সকাল ৭টায় মেট্রো পরিষেবা চালু হবে। এরপরে সাড়ে ৭টা, ৮টা এবং সাড়ে ৮টায় মেট্রো থাকবে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে সকাল ৭টা ১৫ মিনিটে।
দেখুন আরও অন্যান্য খবর: