কলাকাতা: ফের আরজি করের ছায়া কলকাতার অপর একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার মদ্যপ রোগী ও তার পরিবারের হাতে আক্রান্ত হলেন জুনিয়র ডাক্তাররা। চলল আশ্রাব্য ভাষায় গালিগালাজ। এমনকী প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
জানা গিয়েছে, রবিবার ভোর রাতে গভীর ক্ষত নিয়ে এক মদ্যপ রোগী ও তার পরিবারের লোকজন হাসপাতালে যান চিকিৎসা করাতে। হাতের ক্ষত গভীর হওয়ায় জরুরি বিভাগের ডাক্তাররা বলেন, অপারেশন করতে হবে। কিন্তু রোগীর দাবি, সঙ্গে সঙ্গে ক্ষতস্থান বেঁধে দিতে হবে। সেটা সম্ভব নয় বলা হয় চিকিৎসকদের তরফ। এরপরই শুরু হয় গণ্ডগোল ও হুমকি। ডাক্তারদের উপর চড়াও হয়ে চলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় রোগীর পরিবারের পক্ষ থেকে। অভিযোগ, পুলিশ অনেক পরে আসলেও নিষ্ক্রিয় ছিল। গোটা ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:মন্দিরে পুজো দিয়ে কলকাতার পথে অনুব্রত মণ্ডল