কলকাতা: আরজি করের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তবে এই কর্মসূচিতে গুলি চালানো এমনকি, খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি বলে এমনই অভিযোগ করল তৃণমূল। সোমবার একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই। চক্রান্ত করে নবান্ন অভিযান করছে। পরে দুটি ভিডিও প্রকাশ করেন কুণাল। সেই ভিডিওতে শোনা যাচ্ছে, বডি চাই। যদিও ওই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
ভিডিওতে কয়েকজন ব্যক্তি দাবি করছেন, ২৭ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না। তার কারণ, বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হবে না। যদিও কুণালের ওই সাংবাদিক বৈঠকের পরেই বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন আচরণ করছে।
আরও পড়ুন: বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ, সূত্র সিবিআই
পরে কুণাল আরও বলেন, নবান্ন অভিযান বেআইনি। এর পিছনে বিজেপি, এবিভিপি, আরএসএস, সিপিএম-কংগ্রেস রয়েছে। আরজি কর তদন্ত এখন সিবিআইয়ের কাছে। গন্ডগোল করার জন্যই এই অভিযান। সিবিআই এতদিন ধরে কী করছে? এখন সব মিছিলের অভিমুখ সিবিআই দফতরে হওয়া উচিত। আমরাও বলছি, বিচার চাই। পুলিশ প্রথমদিনই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
দেখুন আরও অন্যান্য খবর: