কলকাতা: কাশীপুরে ফিরহাদ-অতীনের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (TMC Inner-clash in Cossipore)। কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কাশিপুর অঞ্চলে কলকাতা পুরসভার পক্ষ থেকে নতুন ড্রেনেজ সিস্টেম পাম্পিং স্টেশনের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং অতীন ঘোষ (Atin Ghosh)। সেই অনুষ্ঠানেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। ফিরহাদ-অতীনর সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বেধে যায়। মেয়র এবং ডেপুটি মেয়রের নিরাপত্তারক্ষীরা দুই নেতার সুরক্ষা নিশ্চিত করতে হিমশিম খেতে শুরু করেন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। দলের হেভিওয়েট নেতাদের সামনে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তাহলে কী উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলীয় রাস হালকা হয়ে যাচ্ছে? তৃণমূল দুর্বল হয়ে পড়ছে এই সমস্ত অঞ্চলে?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কাশিপুর অঞ্চলে ড্রেনেজ পাইপলাইন ও পাম্পিং স্টেশনের উদ্বোধনের মূল মঞ্চটির দায়িত্বে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ও তার অনুগামী আনোয়ার খান সহ অনুগামীরা। অন্যদিকে এই মূল মঞ্চের ঠিক আগেই আরও একটি মঞ্চ তৈরি করে মেয়র ফিরহাদ হাকিমকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন সান্তনু সেন ও তার স্ত্রী কাউন্সিলর কাকলি সেনের অনুগামীরা। এই সময় প্রথমে তৈরি করা সংবর্ধনা মঞ্চে ফিরহাদ উঠলে অধীন ঘোষের অনুগামীরা গন্ডগোল শুরু করে। এরপরেই দু পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়।
আরও পড়ুন: চাকরিহারাদের নিয়ে এসএসসি দফতরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
হাতাহাতিতে জড়ানো দলের দুই গোষ্ঠীকে আলাদা করতে মেয়র হিমশিম খেতে হয় ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষকে। তবে তাতে কোনও লাভ হয়নি। পরে তাঁদেরই নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। দুই গোষ্ঠীর তরফ থেকে চলে স্লোগান এবং পাল্টা স্লোগান। এদিকে অভিযোগ, সংঘর্ষে জড়ানো দুই গোষ্ঠীর একটি হল স্থানীয় কাউন্সিলরের, অপরটি হল অতীন অনুগামী। এদিকে এই রক্তারক্তি কাণ্ডের মাঝে নিরাপত্তারক্ষী এবং তৃণমূল কর্মীদেরই একাংশ মেয়র এবং ডেপুটি মেয়রকে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত নিয়ে যায়। তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
What are you thinking seeing the visual—that just another job scammer has been caught? People of West Bengal, Open your eyes! This is the Trinamool Congress—the party of rice thieves, tarpaulin thieves, school job scammers, and cut-money kings! From Amphan relief to ration scams,… pic.twitter.com/g39EoekzUU
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 7, 2025
অন্য খবর দেখুন