কলকাতা: প্রয়াত কলকাতার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত সোমবার শ্বাসকষ্ট আরও বাড়ে। বুকে সংক্রমণ ধরা পড়ে। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হওয় তাঁকে। চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকাল ১১.৪০ মিনিটে প্রয়াত হন এই বর্ষীয়ান রাজনীতিক। আগামিকাল, সোমবার প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। তারপর কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।