কলকাতা: চার কোটি টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানিয়েছে, ধৃত ওই তৃণমূল নেতার নাম কৌশিক সরকার। বৃহস্পতিবার তাকে চিনার পার্কের কাছ থেকে গ্রেফতার করে শেক্সপিয়ার থানার পুলিশ।
জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণ তোলা তুলত। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে চাকা নিয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি অভিষেকের নাম ও সাক্ষর জাল করে একটি লেটার হেড বানিয়ে বিভিন্ন লোকজনের থেকে প্রায় চার কোটি টাকা তোলা তুলে ছিল বলে জানা গিয়েছে। এরপরই কোশিকের বিরুদ্ধে পুলিশের কাচে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে শেক্সপিয়ার থানার পুলিশ।
আরও পড়ুন: সকালে শরতের আকাশ, বিকেলে হতে পারে বৃষ্টি
দেখুন আরও অন্যান্য খবর: