কলকাতা: তৃণমূল বনধে্ বিশ্বাস করে না বলে স্পষ্ট বার্তা কুণাল ঘোষের। ছাত্রসমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে এই বনধে্র বিরোধিতা করল শাসকদল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কাল কোনও বাংলা বনধ হবে না। সাধারণ মানুষ এই বনধ্ ব্যর্থ করুক। প্রসঙ্গত এদিন সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বনধে্র কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই বনধ্ বলে জানান সুকান্ত।
পাশাপাশি আজকের নবান্ন অভিযান নিয়েও সরব হয় তৃণমূল। বিজেপি-সিপিএমকে নিশানা করে আজকের নবান্ন অভিযান ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন কুণাল। তিনি বলেন, নবান্ন অভিযান নয়, সমাজবিরোধীদের অভিযান ছিল আজ। বিজেপির কিছু গুন্ডা অরাজকতা তৈরি করেছে। বিজেপির মুখোশ খুলে গিয়েছে। সিপিএমের ক্য়াডাররা গন্ডগোল করেছে। এখন জাস্টিস নয়, চেয়ার চাই। মমতাকে টার্গেট করে বাংলা দখলের চেষ্টা করা হচ্ছে। চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে বনধে্র ডাক দিয়েছে।
আরও পড়ুন: নবান্ন অভিযানে অ্যাকশনে হাওড়ার সিপি
এদিকে বুধবারই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো ধর্মতলা চত্বর টিএমসিপির তরফে প্রতিষ্ঠা দিবসের কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে বিজেপি আগামীকাল ১২ ঘণ্টা বনধ্ ডাকায় এই কর্মসূচিকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, টিমএমসিপির এই কর্মসূচিকে ব্যর্থ করতেই এই বনধে্র ডাক দেওয়া হয়েছে। কিন্তু এই বনধ্ মানতে নারাজ তৃণমূল। ইতিমধ্যে ধর্মঘটের বিরোধিতা করে সরব হয়েছে শাসকদল। শাসক-বিরোধি এই বিরোধিতায় আগামীকাল বনধে্র প্রভাব কতটা পড়বে, তা সময়ই বলবে।