Tuesday, July 8, 2025
HomeCurrent NewsSuvendu Adhikari: অধ্যক্ষকে অবমাননা, ফের শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

Suvendu Adhikari: অধ্যক্ষকে অবমাননা, ফের শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

Follow Us :

কলকাতা: বিধানসভা অধ্যক্ষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।কড়া পদক্ষেপ করা হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই নিয়ে গত এক বছরে তৃতীয়বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে।

কিছুদিন আগেই বিধানসভায় মুকুল রায়ের দলবদল প্রসঙ্গ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু মন্তব্য করেন। সেই বক্তব্যে অধ্যক্ষের মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই  আজ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন। ওই প্রস্তাব গ্রহণ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শুভেন্দুর বক্তব্য স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানো হবে। কমিটি ওই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেবে। তার পরেই এ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত, ১৫ জুন বিধানসভায় অধ্যক্ষকে নিয়ে শুভেন্দু অধিকারী কিছু কটু মন্তব্য করেছিলান। এর পরেই তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের দাবি, স্পিকারকে উদ্দেশ করে এমন মন্তব্য অপমানজনক। তা স্বাধিকারভঙ্গের শামিল।

আরও পড়ুন WBJEE Result: জয়েন্টের শীর্ষে উত্তর ২৪ পরগনা, প্রথম দশে রাজ্য বোর্ডের দুই পড়ুয়া

এই প্রথমবার নয়, বিধানসভায় শৃঙ্খলার প্রশ্নে বরাবর বিতর্কের কেন্দ্র বিন্দুতে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর।  বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে। গত বাজেট অধিবেশনে নিয়ম ভেঙে সাসপেনশনের মুখেও পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বাদল অধিবেশনে আলোচনা চলাকালীন তৃণমূল বিধায়কদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। যার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার । বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শেষপর্যন্ত বৃহস্পতিবারই তাঁর সাসপেনশন প্রত্যাহার হয়েছে। আর তার মধ্যেই ফের নতুন করে স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠল শুভেন্দুর বিরুদ্ধে।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39