কলকাতা: ফের ২০২৫ এ ভোট? ঠিক তাই, আবার ভোট, তবে এবার পুরভোট (Municipal Election)। রাজ্যের অনেক পৌর ও পুরসভা অনেকদিন ভোটহীন অবস্থায় পড়ে আছে। আবার বেশকিছু পৌরসভায় প্রশাসক কাজ চালাচ্ছে । এই ভোট বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) থেকে আগেই বার্তা দিয়ে রেখেছিল রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নকে (Nabanna)। সূত্রের খবর, এই পুর ও পৌরসভাগুলিতে ভোট করাতে নবান্ন ইতিমধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে।
রাজ্যের শাসকদল তৃণমূল (TMC) সূত্রে খবর, নেতৃত্বের একটা বড় অংশ চাইছে, আগামী বছরে এই ভোট না হওয়া জায়গাগুলোতে ভোট করানো হলে বোঝা যাবে মানুষের আস্থা তাদের প্রতি কতটা বেড়েছে বা কমেছে। সেই সব জায়গায় ফাঁকফোকর ঠিকঠাক করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন পেতে সুবিধা হবে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনের ফলাফল ধরে রাখা সহজ হবে। কারণ পুর নির্বাচনের পর নতুন বোর্ড তৈরি করে নাগরিক পরিষেবার কাজটাও আরও ভালো করতে পারলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময় স্বাভাবিকভাবেই খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছেন রাজ্যের শাসকদলের নেতৃত্ব।
আরও পড়ুন: অনুমোদিত পদে কর্মরত অস্থায়ী কর্মী ছাড়া চাকরি নিয়মিতকরণ নয়: হাইকোর্ট
বলা যেতে পারে শাসক দল তৃণমূল আগামী বছরের পুরসভার ভোটকে সামনে রেখে কোমর বেঁধে নামতে চাইছে। সামনের বছরের শুরুর দিকেই এই পড়ে থাকা পুরসভার ভোট করাতে চাইছে তারা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, তাদের পক্ষ থেকে ভোট করানোর বিষয়ে তারা প্রস্তুত। এখনও পর্যন্ত খবর এই ভোট হতে পারে ইভিএমেই।
এখন দেখার বিষয় রাজ্যের বিরোধী দলগুলো এ বিষয়ে ও ভোট নিরাপত্তায় রাজ্যের পুলিস ফোর্স দিয়ে ভোট করানোর পক্ষে, নাকি আবারও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটের দাবি জানাবে।
দেখুন অন্য খবর: