কলকাতা: রাজ্যে লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও ধরাশায়ী বিজেপি। রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের কাছে হোয়াইটওয়াশ হল গেরুয়া শিবির। বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। মানিকতলায় ৬০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। সর্বকনিষ্ঠ প্রার্থী হয়ে বাগদায় মতুয়া গড়ে ফের ঘাসফুল ফোটালেন মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি। প্রায় ১৩ বছর পর এই কেন্দ্রে জয় পেল তৃণমূল।
এদিকে রানাঘাট দক্ষিণেও বিজেপি থেকে তৃণমূলে আসা মুকুমণি অধিকারীও বিজেপিকে হারিয়েছেন ৩৯ হাজারের বেশি ভোটে। উত্তরবঙ্গে বিজেপির গড়েও দাপট দেখিয়েছে তৃণমূল। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি ৫০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন শাসকদলে প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হল তৃণমূল। স্বাভাবিকভাবে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে সবুজ ঝড় অব্যাহত। লোকসভা ভোটের পর বড় ধাক্কা গেরুয়া শিবিরে।
আরও পড়ুন: দেশে এগিয়ে INDIA জোট, ধাক্কা NDA-র
লোকসভা ভোটের ফলাফলের নিরিখে এই চার কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। শুধুমাত্র মানিকতলায় সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে ছিল ঘাসফুল। তবে মাত্র একমাসের ব্যাবধানে মানিকতলা সহ বাকি তিন কেন্দ্রে কামব্যাক করল শাসকদল। এই ফলাফলে কার্যত ধাক্কা বঙ্গ বিজেপিতে।
মানিকতলায় জয় নিশ্চিত হতেই বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, কল্যাণ চৌবে যত ভোটে হারবেন, ততগুলি রসগোল্লা ওঁর বাড়িতে পাঠাব। বাম জমানার থেকে ভাল আছেন বাংলার মানুষ। বিজেপির প্রতি তাঁদের আস্থা নেই। ভুলকে ভুল বলে স্বীকার করছে। তাই মানুষের আস্থা রয়েছে।