কলকাতা: আরজি কর-কাণ্ডের পরে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিতে বারবার উঠে এসেছে ‘বর্ধমান শাখা’-র নাম। অভিযোগ, এই সিন্ডিকেটের মাথায় ছিলেন এসএসকেএমের চিকিৎসক-পড়ুয়া অভীক দে (Avik Dey)। অন্যদিকে, বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছে, আরজি করের সেমিনার রুমে মহিলা চিকিৎসক খুন হওয়ার পরে সেই রুমে ছিলেন অভীক দে। সেই অভীক দে-কেই এবার সাসপেন্ড করল টিএমসিপি (TMCP)।
সোমবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে তাঁর উপস্থিতি নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে অভীককে বরখাস্ত করছে দল। যে তদন্ত প্রক্রিয়া চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে, প্রেস বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)।
আরও পড়ুন: প্রতিবাদ সবার অধিকার…কোনও কুমন্তব্য নয়, বিশেষ বার্তা অভিষেকের
উল্লেখ্য, সোমবার দুপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের সঙ্গে ম্যারাথন বৈঠক চলে জুনিয়র ডাক্তারদের। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী মুখোপাধ্যায়, হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষও। ঘন্টা ছয়েক টানা বৈঠকের পর আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে নিয়ে কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে, অভীক দে আর বর্ধমান মেডিকেল কলেজ ঢুকতে পারবেন না।
আরও খবর দেখুন