কলকাতা: আগামী ২৭ অগাস্ট নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মিছিলে ব্যবহার করা যাবে না কোনও অস্ত্র। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে।
এই মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া প্রশাসন। আগামী ২৭ অগাস্ট নবান্ন অভিযানে ২ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়ন থাকছে বলে সূত্রের খবর। এসআই, কনস্টেবল, ব়্যাফ সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার মিলিয়ে দু’হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই নবান্ন অভিযানের দিন এই ২ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়া পুলিশ কমিশনারের অধীনে এই ফোর্স থাকবে বলেই জানিয়েছে রাজ্য পুলিশ। ২৬ অগাস্টের মধ্যেই এই ফোর্স হাওড়ায় ঢুকবে। তেমনটাই সিদ্ধান্ত হয়েছে রাজ্য পুলিশের বলেই সুত্রের খবর।
আরও পড়ুন: শনিবারও সিজিওতে সন্দীপ, তদন্ত কতদূর?