কলকাতা: এবার শিয়ালদহ-কল্যানী সীমান্ত লোকাল দাঁড়াবে বিধাননগর স্টেশনে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের শিয়ালদহ-কল্যানী সীমান্ত লোকাল বিধাননগর স্টেশনে থামবে। যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার কথা বিবেচনা করে পূর্ব রেলওয়ে আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল যা শিয়ালদহ থেকে বিকেল ৭:১০ টায় ছাড়ে বিধাননগর রোড স্টেশনে দাঁড়াবে।
বিধাননগর রোড স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখান থেকে বিভিন্ন পেশার বহু যাত্রীরা যাতায়াত করেন। বিশেষ করে ব্যস্ত সময়ে প্রতিদিন স্টেশনে প্রচুর ভিড় হয়। যাত্রীদের সুরক্ষা এবং ভিড় পরিচালনার প্রয়োজনীয়তা বিবেচনা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপ শিয়ালদহ –কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটির বিধাননগর রোড স্টেশনে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে থামবে আগামী ছয় মাসের জন্য।
আরও পড়ুন: সোশ্যালে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে তলব লালবাজারের