কলকাতা: অবসরপ্রাপ্ত আইপিএসকে স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হল। বুধবার রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান করা হল অবসরপ্রাপ্ত আইপিএস বিবেক সহায়কে।
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই রাজ্য সরকার গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্ট করে বিভিন্ন দফতরে। নির্বাচন চলাকালীন রাজ্য পুলিশের একদিনের জন্য ডিজি হয়েছিলেন বিবেক সহায়। রাজ্যের নিরাপত্তা অধিকর্তা হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁকেই এবার স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিল রাজ্য।