বর্ষা ঢুকে গিয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছিল, আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কলকাতা ও শহরতলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কাল রাতের শহর সাক্ষী রইল তার। গত কয়েকদিন ধরেই অল্প বিস্তর বৃষ্টি হচ্ছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু কালকের রাতের বৃষ্টি সে সবকে ছাপিয়ে গিয়েছে।
আরও পড়ুন :গ্যারেথ বেল একাই বিদায় ঘন্টা বাজিয়ে দিলেন তুরস্কের
মুষলধারে বৃষ্টির জেরে জল জমেছে শহরের উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই। কোথাও হাঁটু আবার কোথাওবা জল কোমর সমান। বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও জল নামেনি বেশ কিছু এলাকায়। আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া কালিবাড়ি, বড়বাজার, বেহালা, লেক গার্ডেনস -এর বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। ঘরবন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন : বিমানের গলায় মমতার সুর
পুরসভার পক্ষ থেকে জানান হয়েছে, পাম্পিং স্টেশনগুলো খুলে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি জল নেমে যাবে। স্থানীয়দের ক্ষোভ, বারবার বলেও সমস্যার সমাধান হয়নি। অল্প বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায়। অন্যদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মরশুমের প্রথম ভারী বৃষ্টি এটি। এই আবহাওয়াই এখন বেশ কয়েকদিন চলবে।
